ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
ইরানে ইসরায়েলের হামলা

সংঘাতের খবরেই দাম বাড়লো তেল-স্বর্ণের!

প্রকাশনার সময়: ১৯ এপ্রিল ২০২৪, ১০:৩০ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৪, ১০:৪০

ইরানের ভূখণ্ডে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালানোর খবর প্রকাশ হওয়ার পরই নড়েচড়ে উঠেছে বিশ্ববাজার। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই হামলার ঘোষণা দেওয়ার পরই বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেল ও স্বর্ণের দাম; পতন হয়েছে শেয়ারের দাম।

বিবিসির খবরে বলা হয়েছে, শুক্রবার (১৯ এপ্রিল) সকালেই এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়েছে শতকরা কমপক্ষে ৩ ভাগ। ফলে প্রায় ৯০ ডলারে বিক্রি হচ্ছে প্রতি ব্যারেল তেল। অন্যদিকে স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি আউন্স ২৪০০ ডলারের ওপরে। এটা বিশ্ববাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম।

এদিকে জাপান, হংকং এবং দক্ষিণ কোরিয়ায় বেঞ্চমার্ক শেয়ার সূচকের পতন হয়েছে; যা বিনিয়োগকারীরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তারা উদ্বিগ্ন যে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাত তেল সরবরাহ ব্যাহত করতে পারে।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ইতোমধ্যে ওমান ও ইরানের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে প্রভাব ফেলেছে।

প্রসঙ্গত, স্থানীয় সময় শুক্রবার (১৯ এপ্রিল) ভোরে ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এছাড়া সিরিয়ায় সামরিক অবকাঠামোগুলোর পাশাপাশি ইরাকেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে হামলার এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ