মিশরে অবস্থানরত ফিলিস্তিনি শরণার্থী পরিবারের সাথে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে বাংলাদেশি শিক্ষার্থীরা। শুক্রবার (১২ এপ্রিল) ঈদুল ফিতরের দ্বিতীয় দিন মিশরের কায়রোতে 'বাংলাদেশ ফিলিস্তিন মৈত্রী সংস্থা'র কিছু স্বেচ্ছাসেবী বাংলাদেশি শিক্ষার্থী এ উদযাপনে অংশ নেন। যুদ্ধবিদ্ধস্ত ফিলিস্তিনের গাজা থেকে কায়রোতে আশ্রয় নেওয়া ২৫ শরণার্থী পরিবার, শিশু কিশোর ও মিশরে অধ্যয়নরত অর্ধশত ফিলিস্তিনি শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশি শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশ নিয়ে সময় কাটান। পরে ফিলিস্তিনি শিক্ষার্থীদের আর্থিক ঈদ সম্মানী, শরণার্থী পরিবারগুলোকে আর্থিক সহায়তা ও শিশুদের ঈদ সালামি প্রদানের পর তাদের পছন্দের ঈদের খাবার ও পানীয় দিয়ে আপ্যায়ন করা হয়।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ