ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

৭১ লাখ ফাইজার ভ্যাকিসন দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশনার সময়: ২২ সেপ্টেম্বর ২০২১, ০৩:২৯ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩১

যুক্তরাষ্ট্র থেকে ৭১ লাখ ফাইজার এবং ১৮ লাখ মডার্নার ভ্যাকিসন বরাদ্দ পেয়েছে বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে নিজের ফেসবুকে পেইজে বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শাহরিয়ার জানান, ফাইজারের ৭১ লাখ ডোজ ভ্যাকিসন যুক্তরাষ্ট্রের অনুদান ও মডার্নার ১৮ লাখ ডোজ ভ্যাকিসন নিয়মিত কোভ্যাক্স সুবিধার আওতায় পাবো। বরাদ্দকৃত এই টিকা চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশের জন্য পাঠানো হবে। এই সময়ে আরও ভ্যাকিসন বরাদ্দ পেতে আশাবাদী বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের জন্য করোনা প্রতিষেধক টিকা বরাদ্দ রাখায় যুক্তরাষ্ট্র ও কোভ্যাক্সকে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ