বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অত্যন্ত গভীর এবং শক্তিশালী। বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের ডাক দু’দেশের সম্পর্কের গভীরতা নষ্ট করতে পারবে না বলে জানিয়েছে নয়াদিল্লি।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
রণধীর বলেন, দু’দেশের সম্পর্কের ব্যাপ্তি অত্যন্ত গভীর এবং শক্তিশালী। অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, যোগাযোগ– সব ক্ষেত্রেই সম্পর্ক ছড়িয়ে পড়েছে। মানুষের সঙ্গে মানুষের যোগাযোগও বাড়ছে। জীবনের এমন কোনো দিক নেই, যেখানে দু’দেশের সম্পর্কের ছোঁয়া পাওয়া যাবে না।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, এই সম্পর্ক প্রাণবন্ত। দু’দেশের এই সম্পর্ক আগামী দিনেও এমনই থাকবে।
তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে যে, বাংলাদেশে নিজেদের পণ্য বয়কটের বিষয়টি আমলে নিচ্ছে না ভারত।
নয়াশতাব্দী/ডিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ