বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

আবারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া

প্রকাশনার সময়: ০২ এপ্রিল ২০২৪, ১৩:০৪

পূর্ব উপকূল থেকে সমুদ্রে মধ্যম-মাত্রার সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার (২ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টার দিকে রাজধানী পিয়ংইয়ং থেকে এটি নিক্ষেপ করা হয় বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ বলেছেন, নিক্ষেপের পর প্রায় ৬০০ কিলোমিটার দূরে সমুদ্রে পড়েছে এটি। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ধারণা ৬৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে এটি। এছাড়া সর্বোচ্চ ১০০ কিলোমিটার উঁচুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রটি।

বিবৃতিতে ক্ষেপণাস্ত্রের সঠিক ধরন উল্লেখ করা হয়নি। তবে উত্তর কোরিয়া যে নতুন মধ্যবর্তী-পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে তা নিশ্চিত। জাপান জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি তাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের (ইইজেড) বাইরে পড়েছে।

নতুন এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের করায় উত্তর কোরিয়ার নিন্দা করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তিনি বলেছেন, এ ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে প্রভাবিত করছে।

নয়া শতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ