যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারি বিমান এয়ার ফোর্স ওয়ানে চুরির ঘটনা ঘটেছে। বিমানে সাংবাদিকদের জন্য নির্ধারিত স্থানে থাকা দামি স্মারক চুরি হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ফেব্রুয়ারিতে মি. বাইডেনের যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে সফরের পর এয়ার ফোর্স ওয়ানে একটি ইনভেন্টরি চেক দেখা গেছে যে, তার প্রেস বিভাগ থেকে বেশ কয়েকটি আইটেম পাওয়া যাচ্ছে না।
বিমান থেকে ব্র্যান্ডেড বালিশের কেস, চশমা এবং সোনার রিমযুক্ত প্লেটগুলি জেট থেকে উধাও হয়ে গেছে। আর এসব চুরির জন্য সাংবাদিকদেরই অভিযুক্ত করা হয়েছে। একইসঙ্গে সাংবাদিকদের সতর্ক করেছে হোয়াইট হাউস। ]
সাংবাদিকদের বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারি বিমান থেকে স্যুভেনির চুরি বন্ধ করতে। উল্লেখ্য, এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের মাঝে মাঝে স্যুভেনির হিসেবে প্রেসিডেন্টের সিলসহ সজ্জিত চকোলেটের ছোট প্যাকেজ দেওয়া হয়।
ভয়েস অফ আমেরিকার হোয়াইট হাউস সংবাদদাতা মিশা কোমাদভস্কিকেও চুরির জন্য অভিযুক্ত করা হয়েছে। এ বিষয়ে বিবিসি নিউজকে মিশা কোমাদভস্কি বলেন, যখন তিনি এয়ার ফোর্স ওয়ান লোগোসহ একটি পেপার কাপ হাতে রেখেছিলেন, তখন তিনি এটা ফেলে দিতে ভুলে গিয়েছিলেন।
নয়া শতাব্দী /আরজে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ