ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

‘ভোট না দিলে যুক্তরাষ্ট্র নামে কোনো দেশই থাকবে না’

প্রকাশনার সময়: ৩১ মার্চ ২০২৪, ২০:২৮

আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিনিরা ভোট দিয়ে বিজয়ী না করলে যুক্তরাষ্ট্র নামে কোন দেশই থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (৩০ মার্চ) রাতে প্রচারিত ফক্স নিউজের উপস্থাপক ব্রায়ান কিলমিডকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প।

নিউজউইকের খবরে বলা হয়েছে, সাক্ষাৎকারে ট্রাম্প তার দল রিপাবলিকান পার্টি, প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যোটিক প্রার্থী জো বাইডেনসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এ সময় ট্রাম্প বলেন, ‘নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে আমেরিকানরা যদি আমাকে ভোট দিয়ে বিজয়ী না করে তবে যুক্তরাষ্ট্র নামে কোনো দেশই থাকবে না।’

রিপাবলিকান এ নেতা বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে ৫ নভেম্বর হতে যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। প্রতিনিয়ত খারাপের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের দেশ। আর তা ৫ নভেম্বর পরিবর্তন হতে চলেছে। ওই দিন পরিবর্তন না হলে আমাদের দেশটি আর থাকবে না।’

ফক্স নিউজের সঙ্গে আলাপকালে সাবেক প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তার সাম্প্রতিক এবং নিউইয়র্ক পুলিশ বিভাগের একজন কর্মকর্তাকে হত্যাসহ একাধিক ইস্যু নিয়ে কথা বলেন।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ