ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আল শিফা হাসপাতালে ইসরায়েলি বাহিনীর ১৩ দিনের অভিযানে চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার (৩১ মার্চ) হামাস নিয়ন্ত্রিত গাজার তথ্য দফতর এ খবর দিয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ১৩ দিনের অভিযানে হাসপাতালে চিকিৎসাধীন রোগী, যুদ্ধে বাস্তুচ্যুত মানুষ, মেডিকেল কর্মীসহ চার শতাধিক মানুষকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।
ইসরায়েলি বাহিনীর দাবি, হামাসের জ্যেষ্ঠ নেতারা হাসপাতালটি ব্যবহার করছেন-এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হচ্ছে।
আল শিফা গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল। গত বছরের নভেম্বরেও ইসরাইলি সেনাবাহিনী ওই হাসপাতাল প্রাঙ্গণে অভিযান চালিয়েছিল। চলমান যুদ্ধে বাস্তুচ্যুত কয়েক হাজার ফিলিস্তিনি ওই হাসপাতাল প্রাঙ্গণে আশ্রয় নিয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েল হামলায় ৮২ জন নিহত হয়েছেন। গতকাল ৫০টির বেশি বোমা হামলা করেছে ইসরায়েল। এতে বেসামরিক লোকজনের ঘরবাড়ি লক্ষ্যবস্তু বানানো হয়। গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৭০৫।
সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়। এছাড়া গাজার দুর্ভিক্ষ ঠেকাতে আন্তর্জাতিক বিচার আদালতের একটি আদেশের পরও উপত্যকাটিতে ইসরয়েলি বর্বরতা অব্যাহত রয়েছে।নয়াশতাব্দী/ডিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ