ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আজ থেকে ইউরোপে এক ঘণ্টা এগোলো ঘড়ির কাঁটা

প্রকাশনার সময়: ৩১ মার্চ ২০২৪, ১১:২২

ইউরোপের দেশগুলোতে আজ রোববার (৩১ মার্চ) থেকে এক ঘণ্টা এগিয়ে যাবে ঘড়ির কাঁটা। মূলত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে প্রতিবছর মার্চের শেষ রোববার ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নেওয়া হয়। যা ডে লাইট সেভিং টাইম (ডিএসটি) নামে পরিচত। অফিসসহ অন্যান্য জায়গায় দিনের আলোর আরও ব্যবহারের জন্য এমনটি করা হয়।

আগামী ২৭ অক্টোবর রোববার আবারও সাধারণ সময়ে ফিরে আসবে ঘড়ির কাঁটা। যুক্তরাষ্ট্র ও কানাডায় গত ১০ মার্চ থেকেই ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নেওয়া হয়েছে।

এদিকে প্রতি বছর যে ঘড়ির কাঁটা পরিবর্তন করা হয় সেটি বাতিল করে দিতে ২০১৯ সালে একবার উদ্যোগ নিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু পাঁচ বছর পেরিয়ে গেলেও এটি নিয়ে কোনো সুরাহা হয়নি। এমনকি বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক আলোচনাও শুরু করতে পারেনি ইউরোপীয় ইউনিয়ন।

গত কয়েক বছরে ব্রেক্সিট, কোভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিষয়টি আরও জটিল করে দিয়েছে। আর বিষয়টির সমাধান যে সহসা হবে না সেটিও প্রায় নিশ্চিত। ইউরোপীয় ইউনিয়নের আইন অনুযায়ী, ডিএসটি শুরু হয় মার্চের শেষ রোববার। আর শেষ হয় অক্টোবরের শেষ রোববার।

তবে ইউরোপের দেশ রাশিয়া, আইসল্যান্ড ও বেলারুশ ডিএসটি পদ্ধতি ব্যবহার করে না। যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেনে ঘড়ির কাঁটা এগোনো হয়। তবে ইউক্রেনের যেসব অঞ্চল রাশিয়া দখল করে রেখেছে সেখানে সাধারণ সময় অনুযায়ী সবকিছু চলে। সূত্র: টাইম অ্যান্ড ডেট

নয়া শতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ