ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

নতুন স্নায়ুযুদ্ধ শুরুর ইচ্ছা নেই : বাইডেন

প্রকাশনার সময়: ২১ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৮

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, 'নতুন স্নায়ুযুদ্ধ' শুরুর কোনো ইচ্ছা আমেরিকার নেই।

অধিবেশন শুরুর আগে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শঙ্কা প্রকাশ করেছিলেন যে আমেরিকা ও চীনের মধ্যে স্নায়ুযুদ্ধ শুরু হতে পারে। গুতেরেসে সেই মন্তব্যের জের ধরেই এ কথা বলেন বাইডেন। গুতেরেস বলেছিলেন, 'আমাদের যেকোনো মূল্যে স্নায়ুযুদ্ধ এড়াতে হবে। নতুন করে এ যুদ্ধ বাধলে তা হবে আগেরটির চেয়ে আলাদা। সম্ভবত তা হবে আরও বিপজ্জনক এবং সেটি থামানোও হবে বেশি কঠিন।'

জো বাইডেন তার বক্তব্যে বলেন, উদ্ভূত চ্যালেঞ্জের শান্তিপূর্ণ সমাধানের জন্য যেকোনো দেশের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত আছে তার দেশ। এমনকি মতবিরোধ থাকলেও দেশটির সঙ্গে কাজ করতে রাজি আমেরিকা। আমেরিকা নতুন করে কোনো স্নায়ুযুদ্ধে জড়াবে না বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট জানান, আমেরিকা এখনও মনে করে দুই রাষ্ট্রই ইজরায়েল-ফিলিস্তিন সমস্যার সবচেয়ে ভালো সমাধান। তিনি আরও বলেন, আমেরিকা 'স্বাধীন ইহুদি রাষ্ট্রের' জন্য অকুণ্ঠ সমর্থন দিয়ে যাবে।

ইরানের সঙ্গে পরমাণু চুক্তিতে ফেরা নিয়ে বাইডেন বলেন, ইরান পরমাণু চুক্তিতে ফিরে এলে আমেরিকাও ফিরবে।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ