ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে নিহত ৪

প্রকাশনার সময়: ২৮ মার্চ ২০২৪, ১৬:৫১

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের রকফোর্ডে এক ব্যক্তির ছুরিকাঘাতে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। খবর বিবিসির।

স্থানীয় সময় বুধবার (২৭ মার্চ) বিকেলে একটি বাড়িতে হামলার পর ছুরকিাঘাতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রকফোর্ড পুলিশ। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতরা হলেন ১৫ বছর বয়সী এক কিশোরী, ৬৩ বছর বয়সী এক নারী, ৪৯ এবং ২২ বছর বয়সী দুই পুরুষ।

হামলার ঘটনায় ২২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ জানিয়েছে, হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।

ফ্লোরেন্স স্ট্রিটে একটি বাড়িতে হামলার ঘটনা ঘটলেও হামলাগুলো একাধিক স্থানে ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

উইনেবাগো কান্ট্রি শেরিফ গ্যারি কারুয়ানা বলেন, সন্দেহভাজন হামলাকারীর কাছ থেকে পালানোর সময় এক তরুণী হাত ও মুখে ছুরিকাঘাতের আঘাত পেয়েছেন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। তাকে সাহায্য করতে গিয়ে আরেক ব্যক্তিও আহত হয়েছেন।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ