সরকারের ব্যয়ভার কমাতে ৭০ হাজার সরকারি কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে আর্জেন্টিনা; যা আগামী কয়েক মাসের মধ্যে সম্পুর্ণ কার্যকর করা হবে বলে জানিয়ছেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট জ্যাভিয়ের মিলেই। শুধু তা-ই নয়, সরকারগুলোর জন্য বিভিন্ন বরাদ্দ এবং দুই লাখের বেশি সামাজিক উন্নয়ন কর্মসূচিও বাতিল করেছেন তিনি।
মঙ্গলবার (২৬ মার্চ) রাজধানী বুয়েন্স আয়ার্সে একটি অনুষ্ঠানে প্রায় ঘণ্টাব্যাপী ভাষণে নানা পরিকল্পনার কথা জানান আর্জেন্টাইন প্রেসিডেন্ট।
নতুন এ প্রেসিডেন্টের মতে, এসব বরাদ্দ দুর্নীতিতে পরিপূর্ণ। যেকোনো মূল্যে এ বছরের মধ্যে আর্জেন্টিনার অর্থনৈতিক বাজেটে ভারসাম্য আনতে চান মিলেই।
২৭৬ শতাংশ বার্ষিক মুদ্রাস্ফীতি এবং এর কারণে মজুরি ও পেনশনের ক্ষতির কথা উল্লেখ করে মিলেই বলেন, অনেক গড়মিল রয়েছে। আরও অনেক কাটছাঁট আসছে।
আর্জেন্টিনায় সরকারি কর্মীর সংখ্যা প্রায় ৩৫ লাখ। ৭০ হাজার কর্মী তার একটি ছোট অংশই বলা চলে। এরপরও, এসব কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত বাস্তবায়নে যথেষ্ট চাপ সামলাতে হবে আর্জেন্টাইন প্রেসিডেন্টকে। এমনকি এর জন্য তার জনসমর্থনও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
নয়াশতাব্দী/ডিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ