ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থদণ্ডের টাকা যোগাড় করতে বাইবেল বিক্রি করছেন ট্রাম্প!

প্রকাশনার সময়: ২৭ মার্চ ২০২৪, ১৯:৪০ | আপডেট: ২৭ মার্চ ২০২৪, ১৯:৪৮

নির্বাচনি প্রচারণার হাতিয়ার হিসেবে ধর্মকে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্রি করতে শুরু করেছেন ধর্মগ্রন্থ বাইবেলও। ট্রাম্প দাবি করেছেন, বাইবেল তার ‘প্রিয় বই‘।

মঙ্গলবার (২৬ মার্চ) ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে একটি ভিডিও পোস্ট করে তার অনুসারীদের 'গড ব্লেস দ্য ইউএসএ’ বাইবেল কেনার আহ্বান জানান।

ট্রাম্প লেখেন, 'পবিত্র সপ্তাহ শুভ হোক! আসুন আমরা আবারও প্রার্থনায় মনোযোগী হই। গুড ফ্রাইডে ও ইস্টারের আগে আমি আপনাদের সবাইকে গড ব্লেস দ্য ইউএসএ বাইবেলের একটি করে কপি সংগ্রহ করার জন্য উৎসাহিত করছি।'

ভিডিও ও পোস্টের সঙ্গে দেয়া লিংকে ক্লিক করলে একটি গডব্লেসদ্যইউএসএ ডট কম নামের ওয়েবসাইট ওপেন হয়। সেখানে দেখা যায়, ৫৯ ডলার ৯৯ সেন্ট দামে বাইবেলের কপিটি অর্ডার করা যাচ্ছে।

একাধিক ফৌজদারী মামলায় অর্থ দণ্ডের টাকা যোগাড় করতে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। সোমবার (২৫ মার্চ) নিউইয়র্কের আপিল আদালতের বিচারক ৪৫ কোটি ৪০ লাখ ডলারের বদলে আপাতত সাড়ে ১৭ কোটি ডলার অর্থ বা সমমানের বন্ড দেয়ার নির্দেশ দেন ট্রাম্পকে। আর এর জন্য তাকে ১০ দিনের সময় বেঁধে দেয়া হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ