নির্বাচনি প্রচারণার হাতিয়ার হিসেবে ধর্মকে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্রি করতে শুরু করেছেন ধর্মগ্রন্থ বাইবেলও। ট্রাম্প দাবি করেছেন, বাইবেল তার ‘প্রিয় বই‘।
মঙ্গলবার (২৬ মার্চ) ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে একটি ভিডিও পোস্ট করে তার অনুসারীদের 'গড ব্লেস দ্য ইউএসএ’ বাইবেল কেনার আহ্বান জানান।
ট্রাম্প লেখেন, 'পবিত্র সপ্তাহ শুভ হোক! আসুন আমরা আবারও প্রার্থনায় মনোযোগী হই। গুড ফ্রাইডে ও ইস্টারের আগে আমি আপনাদের সবাইকে গড ব্লেস দ্য ইউএসএ বাইবেলের একটি করে কপি সংগ্রহ করার জন্য উৎসাহিত করছি।'
ভিডিও ও পোস্টের সঙ্গে দেয়া লিংকে ক্লিক করলে একটি গডব্লেসদ্যইউএসএ ডট কম নামের ওয়েবসাইট ওপেন হয়। সেখানে দেখা যায়, ৫৯ ডলার ৯৯ সেন্ট দামে বাইবেলের কপিটি অর্ডার করা যাচ্ছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ