ঢাকা, শনিবার, ৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১, ২৯ জিলহজ ১৪৪৫

প্রথম ১০ রোজায় মসজিদে নববিতে ১ কোটিরও বেশি মুসল্লি

প্রকাশনার সময়: ২৪ মার্চ ২০২৪, ১৬:৫১

পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে পবিত্র নগরী মদিনায় বেড়েছে মুসল্লিদের সমাগম। গ্র্যান্ড মসজিদ এবং মসজিদে নববির রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত কর্তৃপক্ষ বলেছে, রমজানের প্রথম ১০ দিনে ১ কোটিরও বেশি দর্শনার্থী ভিড় করেছেন মসজিদে নববিতে।

রোববার (২৪ মার্চ) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গ্র্যান্ড মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, সকল মুসল্লির সুবিধার্থে মসৃণ ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে সবাইকে উচ্চ মানের পরিষেবা প্রদান করেছে পবিত্র এই মসজিদটি।

কর্তৃপক্ষের জারি করা পরিসংখ্যান থেকে জানা গেছে, রমজানের প্রথম ১০ দিনে মসজিদে নববীতে মোট ৯৮ লাখ ১৮ হাজার ৪৭৪ জন ইবাদতকারী ও দর্শনার্থীকে স্বাগত জানানো হয়েছে।

সরকারি পরিসংখ্যান অনুসারে, একই সময়সীমায় ৭ লাখ ৩৯ হাজার ৭০২ জন মুসল্লি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় জিয়ারত করেছেন।

নিজেদের সাংগঠনিক পদ্ধতিতে মসৃণভাবে ভিড় ব্যবস্থাপনার পাশাপাশি পুরুষ ও নারীদের উভয়ের জন্য পরিদর্শনের সময়সূচী নিশ্চিত করে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ২৬ হাজার ৯১০ জন বয়স্ক ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তি গত সপ্তাহে তাদের দেওয়া পরিষেবাগুলো থেকে উপকৃত হয়েছেন।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ