আজ থেকে হাজার হাজার বছর আগেও নারীরা লিপস্টিক ব্যবহার করতেন। সম্প্রতি ইরানের প্রত্যতাত্ত্বিকদের হাতে এসেছে তেমনই বহু পুরোনো লিপস্টিক।
ইরানের কেরমান প্রদেশের জিরোফট এলাকায় বিশ্বের প্রাচীনতম এই লিপস্টিক আবিষ্কার করেছেন প্রত্নতাত্ত্বিকবিদরা। এই লিপস্টিকটি ৪ হাজার বছর আগে ব্যবহার করা হয়েছিল।
ইরানের প্রত্নতাত্ত্বিকদের দ্বারা পাওয়া এই প্রাচীন লিপস্টিকটি কোনো সাধারণ লিপস্টিক নয়, এটি বিশ্বের প্রাচীনতম লিপস্টিক। ২০০১ সালে খুঁজে পাওয়া গিয়েছিল এটির। হিন্দুস্তান টাইমস।
নয়া শতাব্দী/আরজে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ