শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

প্রকাশনার সময়: ২০ মার্চ ২০২৪, ১০:৩১ | আপডেট: ২০ মার্চ ২০২৪, ১৪:৩৮

পাকিস্তানের পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (১৯ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে দেশটিতে এ কম্পন অনুভূত হয়। তবে এতে এখনও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বুধবার (২০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় পাকিস্তানের সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি জানিয়েছে, ভূপৃষ্ঠের ১৫০ কিলোমিটার গভীরে ছিল এটির উৎপত্তিস্থল। রাজধানী ইসলামাবাদ, লাহোর ও তার আশপাশের এলাকা এবং খাইবার পাখতুনখোয়ার কিছু অংশে কম্পন অনুভূত হয়েছে।

চলতি ২০২৪ সালের শুরু থেকে এ পর্যন্ত এই নিয়ে মোট চারটি ভূমিকম্প হলো পাকিস্তানে। ফেব্রুয়ারিতে ৪ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল, তার আগের মাস জানুয়ারিতে ৪ দশমিক ৩ এবং ৬ মাত্রার দু’টি ভূমিকম্প হয়েছিল দেশটিতে।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ