আজানের সময় উচ্চস্বরে গান বাজানোয় দোকান মালিককে মারধর করেছে একদল লোক। মূলত মাগরিবের আজানের সময় লাউডস্পিকারে গান বাজাচ্ছিলেন তিনি। এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকের বেঙ্গালুরু শহরের উলসোরগেটের নাগার্টপেটে ঘটেছে এ ঘটনা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া'র খবরে বলা হয়েছে, বেঙ্গালুরুতে নিজের দোকানে লাউডস্পিকারে ভজন বাজানোর অভিযোগে একদল লোকের ওই দোকানিকে মারধর করেছেন। মারধরেরর শিকার ওই দোকানির নাম মুকেশ। হত্যাচেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করতে থানায় একটি ডায়েরি করেন মুকেশ।
বর্তমানে হেফাজতে থাকা ওই অভিযুক্তদের পরিচয় অবশ্য জানা যায়নি।
তদন্তে জানা গেছে, মুকেশ সন্ধ্যায় লাউডস্পিকারে করে ভজন বাজানো শুরু করলে কয়েকজন ব্যক্তি তাতে আপত্তি জানান। তারা জানান, লাউডস্পিকারে এই গান তাদের সন্ধ্যার (মাগরিবের) নামাজে ব্যাঘাত ঘটাচ্ছে। তুমুল তর্ক-বিতর্কের পর তারা মুকেশের ওপর হামলা চালায় এবং পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এদিকে মঙ্গলবার পৃথক প্রতিবেদনে আরেক ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজানের সময় উচ্চস্বরে গান বাজানোর অভিযোগে বেঙ্গালুরুর এক দোকানদারকে লাঞ্ছিত করা নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব ছড়িয়ে পড়েছে। দোকানদার দাবি করেছেন, হামলার সময় তিনি মধ্য বেঙ্গালুরুতে তার দোকানে হনুমান চালিসা বাজাচ্ছিলেন।
পুলিশ বলেছে, তারা এই অভিযোগের সমর্থনে কোনও যথেষ্ট প্রমাণ পায়নি এবং অভিযোগে এটি উল্লেখও করা হয়নি। পুলিশ আরও স্পষ্ট করেছে, মারামারির ঘটনাটি সাম্প্রদায়িক কোনও বিষয় ছিল না।
নয়াশতাব্দী/ডিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ