সৌদি আরবের রিয়াদের পশ্চিমে অবস্থিত আফিফ মরুভূমি; যেখানে এবার দেখা গেলো এক নজিরবিহীন দৃশ্য। বৃষ্টি ও শিলাবৃষ্টির পর পুরো মরুভূমির বিস্তৃর্ণ অঞ্চল ঢাকা পড়েছে তুষারে।
শুক্রবারের (১৫ মার্চ) এ ঘটনাটিকে অপ্রত্যাশিত ও নজিরবিহীন উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করছেন অনেকেই। এমন বিরল দৃশ্যের কারণে কেউ কেউ উচ্ছ্বাস প্রকাশ করছেন।
আফিফ মরুভূমি সৌদি আরবের মধ্যাঞ্চলে অবস্থিত। ওই এলাকাটি সাধারণত শুষ্ক জলবায়ুর জন্য পরিচিত। সেখানে তুষারপাত খুব সচরাচর দেখা যায় না।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সামনে সৌদি আরবের আবহাওয়া পরিবর্তন হতে যাচ্ছে- আফিফে তুষারপাত সেটিকেই নির্দেশ করে। সেখানে বজ্রঝড়, শিলাবৃষ্টি এবং ধুলোঝড়সহ ব্যাপক বৃষ্টিপাত হতে পারে।
এর আগে ২০২২ সালে তুষারের চাঁদরে ঢাকা পড়ে আফ্রিকার সাহারা মরুভূমি। যা বিশ্বজুড়ে বেশ আলোড়ন ফেলে দেয়। এ তুষারপাতের ঘটনা ৪২ বছরের মধ্যে পাঁচবারের মত ঘটেছে । এর আগে সাহারায় ১৯৭৯, ২০১৬, ২০১৮ ও ২০২১ সালেও তুষারপাত হয়েছে।
নয়াশতাব্দী/ডিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ