ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়

প্রকাশনার সময়: ১৪ মার্চ ২০২৪, ২১:৫৯

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ বাড়ির চত্বরে হাঁটার সময় পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছেন। তিনি তার কপালে বড় আঘাত পেয়েছেন। পরে তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর আনন্দবাজার পত্রিকার।

হাসপাতাল সূত্রের বরাতে বৃহস্পতিবার (১৪ মার্চ) আনন্দ বাজার জানায়, তার কপালে সেলাই করা হবে। তার দল তৃণমূলের এক্স হ্যান্ডেল (সাবেক টুইটার) থেকে মমতার কপাল ফেটে যাওয়ার ছবি প্রকাশ্যে আনা হয়েছে।

তৃণমূল সূত্রে আনন্দ বাজার জানায়, বৃহস্পতিবার কালীঘাটের বাসভবন চত্বরে হাঁটছিলেন মুখ্যমন্ত্রী মমতা। সেই সময়েই পড়ে যান তিনি।

মমতার ঘনিষ্ঠদের বরাতে আনন্দবাজার জানায়, পড়ে যাওয়ার পর তার কপাল ফেটে গলগল করে রক্ত বেরোতে থাকে। সঙ্গে সঙ্গেই তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে বর্তমানে উপস্থিত রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ