শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

মালদ্বীপ থেকে ভারতের সেনা প্রত্যাহার শুরু

প্রকাশনার সময়: ১২ মার্চ ২০২৪, ১৫:৩৯

আগামী ১০ মে ভারতীয় সৈন্য প্রত্যাহার শুরুর কথা থাকরেও নির্ধারিত চুক্তির আগেই মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ভারত।

মঙ্গলবার (১২ মার্চ) মালদ্বীপভিত্তিক দৈনিক মিহারুর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, গত ১০ মার্চ ২৫ জন সেনাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে, বাকিদেরও মার্চ মাস শেষ হওয়ার আগেই ফিরিয়ে আনা হবে।

প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে ঐতিহাসিকভাবে সুসম্পর্ক ছিল মালদ্বীপের। কিন্তু গত বছরের নির্বাচনে ‘ইন্ডিয়া আউট' স্লোগান দিয়ে ক্ষমতায় আসেন চীনপন্থি রাজনীতিবিদ মোহামেদ মুইজ্জু। গত নভেম্বরে তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই ভারতীয় সৈন্যদের মালদ্বীপ ছাড়ার নির্দেশ দেন। এ নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্কে তিক্ততা ক্রমেই বাড়তে থাকে।

ভারত মহাসাগরের পূর্ব-পশ্চিম শিপিং রুটের গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে মালদ্বীপ। সেখানে দীর্ঘদিন ধরে নিজেদের প্রভাব বজায় রেখেছিল ভারত।

মালদ্বীপকে তার সমুদ্রসীমা পর্যবেক্ষণে দুটি হেলিকপ্টার ও একটি প্লেন দিয়েছিল ভারত। সেগুলো পরিচালনায় সাহায্য করতে দ্বীপরাষ্ট্রটিতে ৮৯ জন সেনা পাঠিয়েছিল নয়াদিল্লি। এসব সৈন্য ফিরিয়ে নেওয়ার পর বেসামরিক কর্মকর্তাদের দিয়ে প্লেনগুলো পরিচালনা করা হবে। এরই মধ্যে সেই বেসামরিক কর্মকর্তারা ভারত থেকে মালদ্বীপে পৌঁছেছেন বলে জানিয়েছে মিহারু সংবাদপত্র।

মালদ্বীপ বা ভারতের কর্তৃপক্ষগুলো থেকে এখন পর্যন্ত সৈন্য প্রত্যাহারের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। তবে মিহারু দাবি করেছে, মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনী ভারতীয় সৈন্য প্রত্যাহার শুরুর বিষয়টি নিশ্চিত করেছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ