পবিত্র রমজান মাস শুরুর আগে গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করা কঠিন হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
শুক্রবার (৮ মার্চ) একটি সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন তিনি।
রমজানে গাজায় যুদ্ধবিরতির চুক্তি সম্ভব কি না- এমন প্রশ্নে বাইডেন বলেন, ‘এটা কঠিন মনে হচ্ছে।’
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রমজান মাস বিশ্বজুড়ে মুসলিমদের কাছে একটি পবিত্র মাস। চলতি বছরের পবিত্র এই মাস শুরুর আগে গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকরের চেষ্টা করে যাচ্ছিলো মধ্যস্থতাকারীরা। তবে এ প্রচেষ্টা এখনও কোনও আলোর মুখ দেখেনি। গত সপ্তাহে কোনও সিদ্ধান্ত ছাড়াই কায়রোতে এ বিষয়ের আলোচনা শেষ হয়েছে।
এর আগে গত মঙ্গলবার জো বাইডেন সতর্ক করে বলেছিলেন, পবিত্র রমজানের আগে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি না হলে ‘খুবই বিপজ্জনক’ পরিস্থিতি হবে। একইসঙ্গে তিনি বলেন, যুদ্ধবিরতির চুক্তিটি গ্রহণের বিষয়টি হামাসের ওপর নির্ভর করছে।
চলতি বছরের রমজান মাস রোববার (১০ মার্চ) শুরু হওয়ার কথা রয়েছে। তবে এটি সম্পূর্ণই নির্ভর করছে চাঁদ দেখার উপর।নয়াশতাব্দী/ডিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ