ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

বাংলাদেশিকে হত্যায় ৫ পাকিস্তানিকে ফাঁসি দিলো সৌদি

প্রকাশনার সময়: ০৭ মার্চ ২০২৪, ১৫:১৩

সৌদি আরবে প্রবাসী এক বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যার দায়ে পাঁচ পাকিস্তানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

বুধবার (৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। সৌদি আরবের মক্কা নগরীতে আসামিদের এ দণ্ড কার্যকর করা হয়।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদির একটি বেসরকারি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে প্রবাসী বাংলাদেশিসহ দুই নিরাপত্তারক্ষীকে বেধড়ক পিটিয়েছেন তারা। গুরুতর আহত প্রবাসী ওই বাংলাদেশির চিকিৎসাধীন মৃত্যু হয়।

এ ঘটনায় তদন্ত শুরু হলে পাঁচ পাকিস্তানিকে বিচারিক আদালতে পাঠানো হয়, যেখানে তারা দোষী সাব্যস্ত হন এবং তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে আসামিরা আবেদন করলে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে তা খারিজ হয়ে যায়।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের এই দেশটিতে মানুষ হত্যা ও সন্ত্রাসী হামলার পাশাপাশি মাদক চোরাচালান ও পাচারের ক্ষেত্রে দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।

এর আগে গত বছর ডিসেম্বরে আর্থিক বিরোধের জেরে মুখে কীটনাশক স্প্রে করে এক ভারতীয় নাগরিককে হত্যার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ