ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ভারতের প্রথম ‘আন্ডারওয়াটার মেট্রো’র উদ্বোধন করে মোদির উচ্ছ্বাস

প্রকাশনার সময়: ০৭ মার্চ ২০২৪, ০৮:৫৩

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দেশটির প্রথম আন্ডারওয়াটার মেট্রোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন উচ্ছ্বাস প্রকাশ করে কথা বলেছেন শিক্ষার্থীদের সঙ্গে। বৃহস্পতিবার (৬ মার্চ) কলকাতায় আন্ডারওয়াটার মেট্রো রেলের উদ্বোধন করেন তিনি।

এদিকে ভারতে এই প্রথম নদীর তলদেশে মেট্রো লাইন বসানো হল। এর সঙ্গে আগ্রা মেট্রোরও উদ্বোধন করা হয়েছে। কলকাতা থেকে আগ্রা মেট্রোর কার্যত উদ্বোধন করেন মোদি। এছাড়া মাঝেরহাট মেট্রো, কোচি মেট্রো, পুনে মেট্রো ও দিল্লি-মীরাট আরআরটিএস-এর সম্প্রসারণও উদ্বোধন করা হয়।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, মোদি কলকাতায় ১৫ হাজার ৪০০ কোটি টাকার বেশ কয়েকটি সংযোগ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই সময় দেশটির প্রধানমন্ত্রী ছয়টি নতুন মেট্রো ট্রেনের সূচনা করেন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী মোদী কলকাতায় ভারতের প্রথম জলের নীচে মেট্রোরেলে চড়েন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

এক নজরে আন্ডারওয়াটার মেট্রো :

১। হাওড়া ময়দান ও এসপ্ল্যানেডের মধ্যে টানেলের মোট দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার।

২। ১.২ কিলোমিটার টানেলটি হুগলি নদীর ৩০ মিটার নীচে অবস্থিত, এটি যে কোনো বড় নদীর নীচে ভারতের প্রথম পরিবহন টানেল হিসাবে পরিণত হয়েছে।

৩। হুগলি নদীর তলদেশে স্থাপিত হাওড়া মেট্রো স্টেশনটিও হবে ভারতের গভীরতম স্টেশন।

৪। এই টানেলটি ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোর প্রকল্পের একটি অংশ।

৫। করিডোরটি বর্তমানে সল্টলেক সেক্টর ৫ থেকে শিয়ালদহ পর্যন্ত বাণিজ্যিকভাবে চালু রয়েছে।

মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়, ১৯৭১ সালে শহরের মাস্টারপ্ল্যানে এই করিডোরটিকে চিহ্নিত করা হয়।

মেট্রো রেলের প্রধান জনসংযোগ কর্মকর্তা কৌশিক মিত্র বলেন, হাওড়া ও কলকাতা রাজ্যের দুটি শতাব্দী প্রাচীন ঐতিহাসিক শহর এবং এই সুড়ঙ্গটি এই দুটি শহরকে হুগলি নদীর তলদেশে সংযুক্ত করবে।

নয়া শতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ