আসন্ন চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে দুই দলের প্রার্থী হওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। গতবারের মার্কিন নির্বাচনের মতো এবারও বিশ্ববাসী বাইডেন - ট্রাম্পের লড়াই দেখবে; এমনটাই মনে করা হচ্ছে। বিষয়টি পরিস্কার হয়ে যায় মঙ্গলবার (৫ মার্চ) ‘সুপার টিউসডে’ এর ভোটের পর। এ ভোটে ১৬টি অঙ্গরাজ্য ও একটি অঞ্চলে ভোটাভুটির ফলাফলে দুই দলের প্রার্থী হওয়ার দৌড়ে জিতেছেন ট্রাম্প-বাইডেন।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সুপার টিউইসডে-র এ লড়াইয়ের ফলাফলে ডোনাল্ড ট্রাম্প ১৬ টির মধ্যে ৯ টি অঙ্গরাজ্যে এবারের নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থীতা পাবেন। অপরদিকে দলীয় মনোনয়ন পাওয়ার এই দৌড়ে বাইডেন ১৩টি অঙ্গরাজ্য আর একটি অঞ্চলে এগিয়ে আছেন। ফলে বাইডেনই ডেমোক্র্য়াটদের প্রার্থী হওয়ার লড়াইয়ে এগিয়ে আছেন।
এদিকে রিপাবলিকান প্রার্থী হওয়ার ক্ষেত্রে একটা সুবিধাজনক জায়গা পেয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, সুপার টিউসডে তার কাছে একটা অসাধারণ দিন হতে চলেছে। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনকে হারিয়ে তিনিই আবার প্রেসিডেন্ট নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
অপরদিকে এক বিবৃতিতে জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেছেন, এ ফলাফল আমেরিকার জনগণের চিন্তাভাবনা স্পষ্ট করে; তাদের এ সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পকে বিশৃঙ্খলা ও অন্ধকারের দিকে টেনে নিয়ে যাবে।
সুপার টুয়েসডের এই ভোটাভুটির পরও নভেম্বরের এ নির্বাচনে চূড়ান্তভাবে এই দুই নেতাকে মুখোমুখি করতে শুধু বাকি রয়েছে তাদের প্রতিনিধির সমর্থন। নমিনেশন পেতে ট্রাম্পের রিপাবলিকান পার্টির এক হাজার ২১৫টি সমর্থন থাকতে হবে। আর বাইডেনের ডেমোক্র্যাট প্রার্থীর প্রয়োজন ১ হাজার ৯৬৮ জন প্রতিনিধির সমর্থন।
নয়াশতাব্দী/ডিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ