ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

প্রেসিডেন্ট পদে লড়াইয়ে বাধা কাটল ট্রাম্পের

প্রকাশনার সময়: ০৫ মার্চ ২০২৪, ০৮:৫০

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটালে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে কলোরাডোর রিপাবলিকান প্রাইমারিতে অযোগ্য ঘোষণা করেছিল রাজ্যের সুপ্রিম কোর্ট। সেই রায়কে এবার অবৈধ ঘোষণা করেছে দেশটির ফেডারেল সুপ্রিম কোর্ট। খবর আল জাজিরা।

এ রায়ের ফলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রার্থী হতে কোনো বাধা নেই।

ফেডারেল সুপ্রিম কোর্টের বিচারপতিরা সর্বসম্মতিক্রমে রায়ে বলেন, সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদে লড়াইয়ে কাউকে অযোগ্য ঘোষণা করতে পারবে না কোনো অঙ্গরাজ্য।

যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী কোনো ব্যক্তি রাষ্ট্রবিরোধী কোনো কাজে যুক্ত থাকলে তাকে সরকারি পদে অযোগ্য ঘোষণার এখতিয়ার রাখেন আদালত। এর উল্লেখ করে গত ১৯ ডিসেম্বর ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করে রায় দেন কলোরাডোর সুপ্রিম কোর্ট।

তবে গতকাল রায়ে ফেডারেল সুপ্রিম কোর্ট বলেছেন, কোনো কোনো রাজ্য এই অনুচ্ছেদ ব্যবহার করে কাউকে অযোগ্য ঘোষণা করতে পারবে না। শুধু কংগ্রেস সংবিধানের এই অনুচ্ছেদ প্রয়োগ করতে পারে।

এ রায়ের পর নিজের প্রতিষ্ঠিত সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছেন ট্রাম্প। এতে তিনি বলেন, ‘আমেরিকার জন্য এটা বড় জয়।’

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রাইমারির সবচেয়ে বড় দিন হতে যাচ্ছে আজ মঙ্গলবার। একসঙ্গে ১৫টি অঙ্গরাজ্য ও একটি অঞ্চলে দলীয় নির্বাচনের ভোট হওয়ায় এ দিনটি ‘সুপার টুয়েসডে’ নামে পরিচিত। এই দিনই অনেকটা নিশ্চিত হয়ে যাবে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টি থেকে কে মনোনয়ন পাচ্ছেন।

নয়া শতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ