ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬
রাশিয়া নির্বাচন

মস্কোর ক্ষমতার মসনদে কে বসছে?

অনলাইন ডেস্ক
প্রকাশনার সময়: ২০ সেপ্টেম্বর ২০২১, ০২:০২
সংগৃহীত ছবি

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে টানা তৃতীয় দিনের ভোটগ্রহণ শেষ হয়েছে।

স্থানীয় সময় রোববার স্থানীয় সময় বেলা ১০টার দিকে রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, রাশিয়ার মোট ভোটারের ৩৫ দশমিক ৭ শতাংশ এই নির্বাচনে ভোট দিয়েছেন।

এদিকে, রুশ পার্লামেন্ট দুমার নিম্নকক্ষের ৪৫০ আসনে এই নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টি জয় লাভ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই মস্কোর ক্ষমতার মসনদে ইউনাইটেড রাশিয়া।

বর্তমান পার্লামেন্টে ইউনাইটেড রাশিয়া পার্টি ৩৩৬টি আসন দখল করে আছে। ২০০৩ সালে রাশিয়ার ৪র্থ পার্লামেন্টে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর থেকেই দলটি রাশিয়ায় সরকার গঠন করে আসছে।

ইউনাইটেড রাশিয়ার সাথে সাথে নির্বাচনে কমিউনিস্ট পার্টি ও জাতীয়তাবাদী এলডিপিআর পার্টিসহ বেশ কিছু সরকার ঘনিষ্ঠ দল অংশগ্রহণ করছে। তবে পুতিনের সমালোচক আলেক্সেই নাভালনি ও তার দলকে উগ্রবাদী অভিযোগে নির্বাচনে অংশগ্রহণে জুনে রুশ আদালত নিষেধাজ্ঞা দেয়।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ