ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

নারীদের জন্য তালেবানের নতুন নির্দেশনা 

প্রকাশনার সময়: ২০ সেপ্টেম্বর ২০২১, ০০:২৫
কাবুলে নারীদের বিক্ষোভ

আফগানিস্তানের রাজধানী কাবুলের সরকারি চাকরিজীবী নারীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে দেশটির নতুন শাসকগোষ্ঠী তালেবান। কাবুলের মেয়র হামদুল্লাহ নোমান সরকারি নারী চাকরিজীবীদের ঘরে থাকার নির্দেশ দিয়েছেন।

অবশ্য তিনি জানিয়েছেন, কিছু নারী এরই মধ্যে কাজ চালিয়ে যেতে পারবেন। উদহারণ হিসেবে বলা যায়, নগরীতে বিভিন্ন স্থানে নারীদের জন্য যেসব টয়লেট আছে যেখানে পুরুষরা যেতে পারবে না সেখানে নারীদেরই কাজ করতে হবে।

তবে যারা কর্মস্থলে যেতে পারবে না তাদের ব্যাপারে মেয়র বলেছেন, তবে যেসব পদ পুরুষরা পূরণ করতে পারবেন, সেসব পদের নারীদের আমরা বাড়িতে থাকতে বলেছি যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হয়। বাড়িতে থাকলেও তাদের বেতন দেওয়া হবে।

এদিকে, গত সপ্তাহে দেশটির স্কুল খুলে দেয় তালেবান। তবে শুধু ছেলেদের স্কুল খোলার সিদ্ধান্ত দেয় এবং স্কুলে শুধু পুরুষ শিক্ষকেরাই পাঠদান করবেন বলে ঘোষণায় বলা হয়।

উল্লেখ্য, ১৯৯৬ সালে ক্ষমতার প্রথম মেয়াদে তালেবান নারী শিক্ষা ও নারীদের কর্মস্থলে যাওয়া বন্ধ করে দিয়েছিল। তবে গত ১৫ আগস্ট কাবুল দখল করার পর গোষ্ঠীটি বলেছে, ‘শরিয়াহ আইনের আওতায়’ নারী অধিকারের প্রতি শ্রদ্ধা দেখানো হবে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ