ভারতের অন্ধ্র প্রদেশে ২০২৩ সালে এক ট্রেন দুর্ঘটনায় ১৪ জন নিহত ও প্রায় অর্ধশতাধিক আহতের ঘটনা ঘটে। সেই দুর্ঘটনার কারণ নিয়ে এতদিন ছিল ধোঁয়াশা। অবশেষে জানা যায়, ওই ট্রেন দুর্ঘটনার পিছনে দায়ী ছিলেন ট্রেন চালকেরা; যারা ট্রেন পরিচালনার সময় অমনোযোগী ছিলেন।
কিন্তু ট্রেন চালানোর মত এমন গুরুতর একটি কার্যক্রমে কি বিষয়ে চালকেরা অমনোযোগী ছিলেন, তা নিয়ে পরিস্কার করেন ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শনিবার (২ মার্চ) এক বিবৃতিতে তিনি জানান, ট্রেনচালকেরা ক্রিকেট খেলা দেখার কারণে ওই দুর্ঘটনা হয়।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে রেলমন্ত্রী জানান, দুর্ঘটনার আসল কারণ ছিল ট্রেনের চালক ও সহকারী চালক-দুজনই মোবাইলে ক্রিকেট ম্যাচ দেখতে ব্যস্ত ছিলেন। ট্রেন কোন লাইনে ঢুকে যাচ্ছে, সে দিকে তাদের হুঁশই ছিল না।
রেলের নিরাপত্তার বিষয়ে তৎপরতা বাড়ানোর তাগিদ দিয়ে অশ্বিনী বৈষ্ণব জানান, আমরা রেলের নিরাপত্তায় বরাবরের মতো গুরুত্ব দিচ্ছি। প্রত্য়েকটা দুর্ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা করছি এবং তার সমাধানও বের করার চেষ্টা করছি যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আর না ঘটে।
তিনি জানান, এবার ট্রেনে এক বিশেষ ধরনের সিস্টেম চালু করবে কর্তৃপক্ষ। যা এই ধরনের অমনোযোগী কাজকর্মকে ধরে ফেলবে। লোকো পাইলট ও অ্যাসিস্টেন্ট পাইলট যেন মনোযোগ দিয়ে ট্রেন চালান, তাও নিশ্চিত করবে এই সিস্টেম।
নয়াশতাব্দী/ডিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ