ভারতের ঝাড়খণ্ডের দুমকা জেলায় দলবদ্ধধর্ষণের শিকার হয়েছেন এক স্প্যানিশ নারী পর্যটক। ওই নারী বাইকে করে স্বামীর সঙ্গে এশিয়া মহাদেশ ঘুরতে বের হয়েছিলেন। সম্প্রতি বাংলাদেশ ঘুরে ভারতের ঝাড়খণ্ডের দুমকা জেলায় যান তারা। সেখানে পৌঁছানোর পর ওই নারীর সঙ্গে সংঘবদ্ধ ধর্ষণ ও তাকে নির্যাতনের ঘটনা ঘটে।
শনিবার (২ মার্চ) দুমকা জেলার পুলিশের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শুক্রবার (১ মার্চ) গভীর রাতে দুমকার হাঁসডিহা এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, স্প্যানিশ ওই পর্যটক দম্পতি দুমকা হয়ে বিহারের ভাগলপুরের দিকে যাচ্ছিলেন। পরে দুমকার এক নির্জন এলাকায় অস্থায়ী তাঁবু টানিয়ে রাত কাটানোর পরিকল্পনা করেছিলেন তারা। সেখানেই যৌন নিপীড়নের শিকার হয়েছেন স্প্যানিশ নারী। এই ঘটনার সাথে জড়িত সন্দেহ দুমকা জেলা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
সম্প্রতি এই দম্পতি বাইকে করে বাংলাদেশ ঘুরে ঝাড়খণ্ডের দুমকায় পৌঁছান। পরে সেখান থেকে বিহার হয়ে নেপালে যাওয়ার কথা ছিল তাদের। ধর্ষণের ঘটনায় জড়িতরা ওই নারীকে মারধর করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।
নয়াশতাব্দী/ডিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ