ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

হজযাত্রীদের জন্য যে সুখবর দিলো সৌদি

প্রকাশনার সময়: ০২ মার্চ ২০২৪, ১৫:৪০

হজযাত্রীদের থাকার জন্য আলাদা আবাসিক ভবনের সুব্যবস্থা করে দিলো সৌদি আরব। ইতোমধ্যে হজযাত্রীদের সুবিধার্থে মক্কায় ১ হাজার ৮৬০ টি ভবনকে অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত এসব ভবনে ১২ লাখ হজযাত্রী থাকতে পারবেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সৌদি গভর্নমেন্ট প্যানেলের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে গালফ নিউজ।

মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মেশাল বলেন, শাওয়াল মাস পর্যন্ত আবাসিক ভবনের লাইসেন্স দেওয়া হবে। পবিত্র নগরী মক্কায় হজযাত্রীদের থাকার জন্য লাইসেন্স প্রদানকৃত ভবনের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া আগামী জুনে অনুষ্ঠিতব্য হজে দীর্ঘদিন ধরে প্রচলিত একটি নিয়ম বাতিল করেছে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী, কোনো দেশের নাগরিকদের জন্য মক্কার আশেপাশে থাকার স্থান নির্ধারণ করা হবে না। দেশটির হজমন্ত্রী তৌফিক আল রাবিয়াহ এ তথ্য জানিয়েছেন।

এদিকে চলতি বছর হজযাত্রীদের জন্য শুক্রবার (১ মার্চ) থেকে ভিসা প্রদান শুরু হয়েছে। যা আগামী ২৯ এপ্রিল পর্যন্ত চলবে। চলতি বছরের ৯ মে থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজে যাবেন হজযাত্রীরা।

উল্লেখ্য, গতবছর হজ মৌসুমে বিশ্বব্যাপী ২০ লাখ হজযাত্রী হজ পালন করেন। করোনা মহামারির পর সর্বোচ্চ সংখ্যাক মুসল্লি গত বছর হজ পালন করেন।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ