সেনেগাল উপকূলে ইউরোপগামী অভিবাসী বোঝাই একটি নৌকা ডুবে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দেশটির উপকূলের ইউরোপের প্রবেশ পয়েন্ট স্প্যানিশ ক্যানারি দ্বীপপুঞ্জে এ ঘটনা ঘটেছে। পরে স্থানীয় উদ্ধারকারী ও নৌবাহিনী এ উদ্ধার কাজ পরিচালনা করে।
স্থানীয় গভর্নর আলিউন বাদারা সাম্ব এর বরাতে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নৌকাটিতে কতজন যাত্রী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বেঁচে থাকা ব্যক্তিরা জানিয়েছেন, সংখ্যা কয়েকশ’ হতে পারে।
দেশটির সুদূর দক্ষিণের কাসামান্স থেকে বেঁচে যাওয়া মামাডি ডিয়ানফো বলেছেন, এক সপ্তাহ আগে যখন নৌকাটি সেনেগাল ছেড়েছিল তখন প্রায় ৩০৯ জন যাত্রী ছিল। আরেকজন জীবিত আলফা বাল্ডে ২০০ জন যাত্রীর কথা বলেছেন।
ডিয়ানফো বলেন, আমরা নৌকার অধিনায়ককে আমাদেরকে সেনেগাল উপকূল দিয়ে নিয়ে যেতে বলেছিলাম। নৌকাটি মরক্কো পৌঁছালে অধিনায়ক বলেছিলেন, তিনি হারিয়ে গেছেন এবং আর যাত্রা চালিয়ে যেতে পারবেন না। নৌকাটি সেন্ট-লুইসের কুখ্যাত বিপজ্জনক স্থানে পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে।
নয়াশতাব্দী/ডিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ