আগামী ৮ এপ্রিল চলতি বছরের প্রথম সূর্যগ্রহণে বিরল এক দৃশ্যের সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী। ওই দিন সূর্যকে কিছু সময়ের পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ। এর ফলে দিনের বেলায়ও রাতের মতো অন্ধকার নেমে আসবে।
মার্কিন সরকারের মহাকাশ সম্পর্কিত গবেষণা সংস্থা নাসা এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, ৮ এপ্রিল সকাল ১১টা ৭ মিনিটে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে। এতে যুক্তরাষ্ট্রসহ তিন দেশে দিনকে রাতের মতো অন্ধকার দেখাবে। বিরল এক সূর্যগ্রহণের ফলে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডার মানুষ দেখবে এমন দৃশ্য। ওই দিন সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ। ফলে দিন হবে রাতের মতো অন্ধকার।
এ ছাড়া চাঁদের ছায়া উত্তর-পূর্ব দিকে সরে যাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুপুর ১টা ২৭ মিনিটে সম্পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে বলে জানিয়েছে নাসা।
এদিকে মার্কিন সাময়িকী ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, সব সূর্যগ্রহণের মতো একইসঙ্গে পৃথিবীর অন্যান্য অঞ্চল থেকে এটি দেখা যাবে না।
বিজ্ঞানীরা বলছেন, এ ধরনের সূর্যগ্রহণ খুবই বিরল। পূর্ণ সূর্যগ্রহণের তারিখে সূর্যোদয় বা সূর্যাস্তের মতো আকাশ অন্ধকার হয়ে যাবে। মূলত, সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ এলে পূর্ণ সূর্যগ্রহণ হয়। নির্দিষ্ট সময় সূর্যকে সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে ফেলে এটি। এতে সম্পূর্ণ সূর্যগ্রহণ হয়। ফলে আকাশ হালকা অন্ধকার হয়ে যায়। সে সময়কে ভোর বা সন্ধ্যার মতো মনে হয়।
নয়াশতাব্দী/ডিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ