বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

মালয়েশিয়ায় ৭৫ বাংলাদেশিসহ ৯০ বিদেশি কর্মী গ্রেপ্তার 

প্রকাশনার সময়: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩১

বৈধ কাগজপত্র না থাকায় মালয়েশিয়ার লাকসামানা এলাকায় অভিযান চালিয়ে ৭৫ বাংলাদেশিসহ ৯০ বিদেশি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার রাতে কোটা লাকসামানা এলাকায় অভিযান চালিয়ে দেশটির মেলাকা রাজ্যের ইমিগ্রেশন বিভাগ তাদের গ্রেপ্তার করে।

মালয়েশিয়ান ন্যাশনাল নিউজ এজেন্সি বার্নামা এ তথ্য দিয়েছে।

মেলাকা ইমিগ্রেশন বিভাগের পরিচালক অনির্বাণ ফাউজি মোহম্মদ আইনি বলেন, বুধবার মধ্যরাতে অভিযানটি শুরু হয়ে চলে তিন ঘণ্টা। গ্রেপ্তারদের মধ্যে বাংলাদেশি ৭৫, মিয়ানমারের চার, ইন্দোনেশিয়ার ১০ ও পাকিস্তানের একজন রয়েছেন।

এক বিবৃতিতে ওই কর্মকর্তা বলেন, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। অভিযোগ ছিল, তামান কোটা লাকসামানা এলাকায় অনেক অবৈধ বিদেশি শ্রমিক নির্মাণকাজে নিয়োজিত রয়েছেন। তাদের বেশির ভাগই অবৈধ, কোনো বৈধ নথিপত্র তাদের নেই। পরে ওই এলাকার ১১৭ জনকে চিহ্নিত করে ইমিগ্রেশন বিভাগ। তাদের অনেকেই জাল কাগজপত্র তৈরি করে মালয়েশিয়ায় থাকছিলেন, আবার অনেকের ওয়ার্ক পারমিট মেয়াদোত্তীর্ণ হয়েছে।

বিবৃতিতে বলা হয়, অভিযান চলাকালে কিছু শ্রমিক পালিয়ে গেছেন। কেউ কেউ ধরা পড়ার ভয়ে পাঁচ মিটার গভীর নর্দমায় ঝাঁপ দেন। তা ছাড়া রাতে এলাকাটি তুলনামূলক অন্ধকার হওয়ায় অনেকেই পালিয়ে যেতে সক্ষম হন। ধরা পড়া শ্রমিকদের নিয়োগকারীকে শনাক্ত করতে তদন্ত হচ্ছে। নিয়োগকারী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ