মালয়েশিয়ায় গাড়ির ধাক্কায় মোস্তফা মোল্লা (৩৯) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে দেশটির কুয়ালা তেরেঙ্গানুর সুলতান মাহমুদ সেতুর কাছে জালান টেঙ্কু মিজান এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই বাংলাদেশি রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। এমন সময় অপর প্রান্ত থেকে আসা একটি প্রাইভেটকারের ধাক্কায় তার মৃত্যু হয়।
কুয়ালা তেরেঙ্গানু জেলা পুলিশের ভারপ্রাপ্ত প্রধান সুপারিনটেনডেন্ট ওয়ান মো. জাকি ওয়ান ইসমাইল একটি বাংলাদেশি গণমাধ্যমকে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি সুপার মার্কেটের ডিউটি শেষে বাসায় ফেরার সময় তিনি স্থানীয় কামপুং পাদাং হিলিরানের দিক থেকে তাড়াহুড়ো করে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। এসময় অপর প্রান্ত থেকে আসা একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে ছিটকে ঘটনাস্থল থেকে প্রায় কয়েক মিটার দূরে গিয়ে পড়েন ওই বাংলাদেশি। এতে মাথায় গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই মোস্তফা মোল্লার মৃত্যু হয়েছে ।
মরদেহ পরবর্তী পদক্ষেপের জন্য স্থানীয় সুলতানাহ নূর জাহিরাহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, দেশটির সড়ক পরিবহন আইন (এপিজে) ১৯৮৭ এর ৪১(১) ধারা অনুযায়ী মামলার তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।
নয়াশতাব্দী/ডিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ