বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

পর্যটন সমৃদ্ধ সেরা ১০ দেশের তালিকায় সৌদি আরব

প্রকাশনার সময়: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৩

কয়েক বছর ধরে বিশ্বের অন্যতম বড় পর্যটন গন্তব্য হওয়ার চেষ্টায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। সেই ধারাবাহিকতায় এবার পর্যটন সমৃদ্ধ সেরা দশ দেশের তালিকায় জায়গা করে নিয়েছে দেশটি।

গত বছর সৌদিতে পর্যটকের সংখ্যা ছাড়িয়েছে ১০ কোটি। এর মধ্যে প্রায় ৭ কোটি ৬ লাখ স্থানীয় পর্যটক এবং বাকি ২ কোটি অন্যান্য দেশ থেকে এসেছেন। পর্যটকের সংখ্যা আরও বাড়াতে নেয়া হয়েছে নানা উদ্যোগ। এরই মধ্যে ৪৫ বিলিয়ন ডলারের প্রায় ৫০ টি প্রজেক্ট চলমান রয়েছে। শেষ হওয়ার পথে আরও বেশ কিছু প্রকল্প। এরমধ্যে সবচেয়ে নান্দনিক ও ব্যয়বহুল শহর হতে যাচ্ছে "নিয়ম"।

পর্যটনখাতের উন্নয়ন ও কর্মসংস্থান বাড়াতে কয়েক লাখ তরুণকে প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনাও নিয়েছে দেশটি। বিভিন্ন দেশের নাগরিকদের দেয়া হচ্ছে অন এরাইভাল ও অনলাইন পর্যটন ভিসা। তেল রপ্তানির ওপর থেকে অর্থনৈতিক নির্ভরশীলতা কমাতে পর্যটনখাতের ওপর জোর দিচ্ছে সৌদি আরব। ২০৩০ সালের মধ্যে সৌদিকে পর্যটন নির্ভর দেশে পরিণত করার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।

নয়া শতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ