ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

ক্লাসে মোবাইল নিষিদ্ধ করছে যুক্তরাজ্য

প্রকাশনার সময়: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৩ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৬

শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহারে পুরোদমে নিষেধাজ্ঞা আনার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। সম্প্রতি দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে মনোযোগী করে তোলার পাশাপাশি আচরণগত সুশৃঙ্খলতা বজায় রাখতে এমন পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) এনডিটিভি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের সব ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে। ইতোমধ্যে এ নিয়ে একটি নির্দেশনা জারি করেছে দেশটির শিক্ষা বিভাগ।

যুক্তরাজ্যের শিক্ষা সচিবের বরাত দিয়ে নির্দেশনায় বলা হয়েছে, ‘স্কুল হলো বাচ্চাদের শেখার জায়গা এবং সেখানে মোবাইল ফোন এমন একটি অবাঞ্ছিত জিনিস, যা শিক্ষার্থীদের মনোযোগী হতে বাধাগ্রস্ত করে। আমাদের অনেক কর্মঠ শিক্ষক রয়েছেন। তাদের প্রতি অনুরোধ, শিক্ষার্থীরা যেন সুশৃঙ্খল অবস্থায় ফিরতে পারে, তাদের সেসব বিষয়ে যথাসম্ভব শেখানো হোক।’

নির্দেশনায় বলা হয়েছে, ‘আমরা দৃঢ়সংকল্পবদ্ধ যে, সমস্ত স্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ হবে, আর এটাই করা উচিত। শুধু ক্লাস বা পাঠদানের সময়েই নয়, স্কুল চলাকালিন বিরতি এবং দুপুরের খাবারের সময়ও মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হবে।’নির্দেশনায় আরও উল্লেখ রয়েছে, ‘এ নিষেধাজ্ঞায় শিক্ষার্থীরা তাদের ডিভাইসগুলো বাড়িতে রেখে তবেই স্কুলে আসতে পারবে। এছাড়াও কেউ কোনোক্রমে মোবাইল ক্লাসে নিয়ে আসলে শ্রেণিকক্ষে প্রবেশের সময় স্কুল কর্মীদের কাছে তা জমা রাখতে হবে। তবে যে শিক্ষার্থী নিয়ম লঙ্ঘন করবে, তাদের আটক করার বিধান রয়েছে। পাশাপশি সেই ফোন বাজেয়াপ্ত করা হবে বলে নির্দেশনায় বলা হয়েছে।’

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ