ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

গাজায় যুদ্ধ নয়, গণহত্যা চলছে: ব্রাজিলের প্রেসিডেন্ট

প্রকাশনার সময়: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৩

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ইনাসিও দা সিলভা গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি অভিযানকে গণহত্যার সঙ্গে তুলনা করেছেন। রোববার (১৮ ফেব্রুয়ারি) ইথিওপিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

লুলা সিলভা সাংবাদিকদের বলেন, গাজায় যা হচ্ছে সেটি যুদ্ধ নয়, এটি একটি গণহত্যা। এটি সেনাদের বিরুদ্ধে সেনাদের যুদ্ধ নয়। এটি নারী ও শিশুদের বিরুদ্ধে অত্যাধুনিক সেনাবাহিনীর একটি যুদ্ধ।

এছাড়া ইসরায়েলকে জার্মানির সাবেক প্রেসিডেন্ট ও নাৎসি বাহিনীর প্রধান এডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। তিনি বলেছেন, গাজাবাসীর সঙ্গে যা হচ্ছে তা ইতিহাসে আর কখনো ঘটেনি। যখন হিটলার ইহুদিদের হত্যার সিদ্ধান্ত নিয়েছিল, তেমনটিই ঘটছে; হিটলার যেমন ইহুদিদের নির্মূল করতে চেয়েছিলেন; তেমন গাজার ফিলিস্তিনিদের নির্মূল করতে চাইছে ইসরায়েল।

আফ্রিকান ইউনিয়নের সম্মেলনে অংশ নিতে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় গেছেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন তিনি। যা হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর তার সবচেয়ে কঠোর ইসরায়েল বিরোধী বক্তব্য।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ