ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
ইন্দোনেশিয়ায় জাতীয় নির্বাচন আজ

নির্বাচনে জিততে তান্ত্রিকদের দ্বারস্থ প্রার্থীরা!

প্রকাশনার সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫৬ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২১

ইন্দোনেশিয়ায় চলছে জাতীয় নির্বাচন। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দেশটিতে শুরু হয়েছে ভোটগ্রহণ। পূর্ব এশিয়ার এ দেশটির একদিনের এই নির্বাচনে নতুন প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, সংসদ সদস্য ও স্থানীয় প্রতিনিধি নির্বাচিত হবেন। এ নির্বাচনে ২০ কোটিরও বেশি ইন্দোনেশিয়ান ভোটাধিকার প্রয়োগ করছেন এবং এতে লড়ছেন প্রায় ২ লাখ ৬০ হাজার প্রার্থী; ফলে এটি বিশ্বের সবচেয়ে বড় নির্বাচনের তকমা পেয়েছে।

কিন্তু প্রতি পাঁচ বছর পর পর দেশটিতে জাতীয় নির্বাচনের সময় এলে কিছু রাজনীতিবিদরা আধ্যাত্মিক পরামর্শ এবং নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ জানতে উদ্ভট কিছু কর্মকাণ্ড করে থাকেন। আর এতে ব্যস্তুতা বেড়ে যায় দেশের তান্ত্রিকদের! অদ্ভুত লাগলেও, নির্বাচনে জিততে তান্ত্রিকদের সহায়তা নেন প্রার্থীরা।

ইন্দোনেশিয়ার কিছু আদিবাসী এবং লৌকিক সম্প্রদায় এখনও বিশ্বাস করে যে তান্ত্রিকরা আধ্যাত্মিক জগতের সাথে সুসম্পর্ক বজায় রাখেন। তাদের বিশ্বাস, তান্ত্রিকরা নিরাময়কারী এমনকি সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ ক্ষেত্রে প্রতিকূল আবহাওয়া এড়াতে ‘বৃষ্টি তান্ত্রিকদের’ ভাড়া করা সেখানে কোনো অস্বাভাবিক ঘটনা না।

সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ওয়ার্ল্ডে'র এক বিশেষ সাক্ষাতকারে এসব তথ্য জানান ইন্দোনেশিয়ার অন্যতম সুপরিচিত তান্ত্রিক মি. কুসুমো। তিনি জানান, নির্বাচনের কয়েক মাস আগে থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত দেশটির তান্ত্রিকদের ভীষণ ব্যস্ত সময় কাটে। এ তান্ত্রিকের দাবি, রাজনীতিবিদরা নির্বাচনের আগে তার সাহায্য চেয়েছেন; তার অনুসারীদের জেতানোর জন্য তিনি জিনদের ব্যবহার করেন।

তান্ত্রিক মি. কুসুমো জানান, লোকজন চেনে এমন পাবলিক ফিগার যারা আছেন এবং পুনরায় নির্বাচিত হতে চান, তারা রাত দুইটা-তিনটার দিকে আসেন। কারণ তারা চান না মানুষজন তাদের দেখুক। তারা মুখোশ পরাসহ বিভিন্ন ছদ্মবেশে আসে। এ সময় তিনি তার অনুসারীদের তাবিজও দেন। এরমধ্যে বন্য শুয়োরের নাক থেকে সংগ্রহ করা জীবন্ত কীটও আছে। যা পকেটে রাখলে প্রার্থীর আকর্ষণ বাড়বে- বলে জানান এ তান্ত্রিক।

তবে বিবিসির কাছে তিনি তেমন কারও নাম প্রকাশ করেননি।

উল্লেখ্য, ১৯৯৮ সালে সুহার্তোর একনায়কত্বের অবসানের পর ইন্দোনেশিয়ার পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যা প্রতিবারই বিশ্বজুড়ে বেশ আলোচিত হয়। তিনটি টাইম জোনে ভোটগ্রহণ চলছে দেশটিতে। বুধবার স্থানীয় সময় বিকেলের মধ্যেই নির্বাচনের ফলাফল ঘোষণার কথা রয়েছে।

ইন্দোনেশিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম নির্বাচনি গণতন্ত্রের দেশ। আবার এটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যেও সবথেকে বড়। ১৯৯৮ সালে সুহার্তোর শাসনামল শেষ হওয়ার পর থেকে দেশটি নিরবছিন্নভাবে গণতন্ত্রের পথে হাটছে। অর্থনৈতিক দিক থেকে প্রতিবেশী মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনেই ও থাইল্যান্ডের থেকে পিছিয়ে থাকলেও, ক্রমশ এই অবস্থার পরিবর্তন হচ্ছে।

নির্বাচনের প্রধান তিন প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে আছেন বর্তমান প্রতিরক্ষামন্ত্রী প্রাবোও সুবিয়ানতো, জাকার্তার সাবেক গভর্নর আনিয়েস বাসওয়েদান ও সেন্ট্রাল জাভার গভর্নর গাঞ্জার প্রানো।

নয়াশতাব্দী/ডিএ/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ