ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

১০ লাখ মানুষকে মঙ্গলে পাঠাবেন ইলন মাস্ক!

প্রকাশনার সময়: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২২ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৩

পৃথিবীর নিকটতম গ্রহ মঙ্গল গ্রহে বসবাস মানবজাতির মহাকাশ জয়ের অন্যতম আকাঙ্ক্ষা। কিন্তু এখনও পর্যন্ত মানুষের পদচিহ্ন পড়েনি সৌরমণ্ডলের লালচে বর্ণের এই গ্রহটিতে। তবে, মহাকাশযান রোভারের মাধ্যমে সেখানে চলছে গবেষণা।

এরই মধ্যে অনেকদিন ধরে মঙ্গলে মানুষ পাঠানোর কথা শুনিয়ে আসছিলেন টেসলা, স্পেসএক্স ও এক্সের মালিক ধনকুবের ইলন মাস্ক। তিনি জানালেন, আগামী কয়েক বছরের মধ্যেই লাল মাটির এই গ্রহে ১০ লখ মানুষ পাঠানোর পাশাপাশি সেখানে তাদের থাকার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে টেসলা ওনার্স সিলিকন ভ্যালে নামে একটি হ্যান্ডেল থেকে মাস্কের মালিকানাধীন স্পেসএক্স নির্মিত একটি রকেটের ভিডিও শেয়ার করা হয়। ক্যাপশনটির অর্থ এমন- ‘স্টারশিপ হলো এখন পর্যন্ত নির্মিত বৃহত্তম রকেট এবং এটি আমাদের মঙ্গল গ্রহে নিয়ে যাবে।’

পোস্টটি নিজের হ্যান্ডেলে শেয়ার করেন টেসলা সিইও ইলন মাস্ক। এর সঙ্গে তিনি লেখেন, ‘আমরা মঙ্গল গ্রহে ১০ লক্ষ মানুষ নিয়ে যাওয়ার জন্য একটি ‘গেম প্ল্যান’ তৈরি করছি।’

টুইটে মাস্ক বলেন, ‘মঙ্গলে আমাদের উদ্দেশ্য ঠিকঠাকমতোই আমরা পূরণ করতে পারব। একদিন পরিস্থিতি এমন হবে, মঙ্গলে যাওয়া হয়ে যাবে পাশের দেশে ঘুরতে যাওয়ার মতো।’

মাস্কের সাম্প্রতিক এই মন্তব্যের পর তার স্পেসএক্স কার্যক্রমে আরও গতি আনবে বলে মনে করা হচ্ছে।

এর আগে গত সপ্তাহেই মাস্ক বলেন, ‘আগামী ৫ বছরের মধ্যে তার স্টারশিপ মঙ্গলে যেতে সক্ষম হবে। আগামী ৫০ বছরের মধ্যে মহাকাশের আনাচে কানাচে ঘুরতে পারবেন স্পেসএক্সের ক্রুরা। এমনকি মঙ্গলে ঘাঁটিও বানাতে চান তিনি।’

নয়াশতাব্দী/ডিএ/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ