শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতার জন্য ডাক পেলেন মমতা 

প্রকাশনার সময়: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৩

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী জুনে তাকে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সোমবার ভবানীপুর মর্ডান স্কুলের উদ্বোধনে এসে এ খবর জানালেন তিনি নিজেই।

এ ছাড়া তাকে লন্ডন স্কুল অব ইকোনমিক্সের শিক্ষার্থীরাও তাকে আমন্ত্রণ জানিয়েছেন। তার সঙ্গে দেখা করতে চেয়েছেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার ছেলেমেয়েরা বিভিন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন। তারা আমন্ত্রণ জানাচ্ছেন তাকে। মমতা জানান, রোববার অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে তার কাছে আমন্ত্রণ এসেছে।

লন্ডন স্কুল অব ইকনমিক্সেও তাকে ডাকা হয়েছে।মুখ্যমন্ত্রী বলেন, আমি যাব কিনা সেটা ঠিক করব। তবে বিশ্ববিদ্যালয়ের ব্যাপার আমি এড়িয়ে যেতে পারি না। আমি জুন মাসে ওখানে যাচ্ছি।

স্কুলের উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী বলেন, যত ভাষা জানবেন তত মানসিক বিস্তার হবে শিক্ষার্থীদের। আন্তর্জাতিক প্রতিযোগিতায় তত অংশ নিতে পারবে। তিনি বলেন, নাসা কত বাঙালি গবেষক রয়েছেন। তেমনই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানেও প্রচুর বাঙালি রয়েছেন। কলম্বো থেকে শিকাগো সর্বত্র বাঙালিরা ছড়িয়ে রয়েছেন। তারা লন্ডন, আমেরিকা, জার্মানিতে পড়াশুনা করতে যাচ্ছেন।

নয়া শতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ