মিয়ানমারে প্রাপ্তবয়স্ক সকল তরুণ-তরুণীকে সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক ঘোষণা করেছে দেশটির জান্তা সরকার। বাধ্যতামূলকভাবে সামরিক বাহিনীতে চাকরি করতে হবে; এমন একটি আইন জারি করতে যাচ্ছে দেশটি।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মিয়ানমারের সামরিক জান্তা বর্তমানে নাজুক অবস্থায় আছে। দেশটিতে অস্থিরতা অব্যাহত থাকায় শনিবার (১০ ফেব্রুয়ারি) এই আইন প্রয়োগ করার ঘোষণা দেয় সরকার।
এ ঘোষণায় সামরিক জান্তা জানায়, ১৮ থেকে ৩৫ বছর বয়সী পুরুষ এবং ১৮ থেকে ২৭ বছর বয়সী নারীদের জন্য সেনাবাহিনীতে সামরিক কমান্ডে কমপক্ষে দুই বছর দায়িত্ব পালন করতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এক বিবৃতিতে সামরিক জান্তা বলেছে, সংশ্লিষ্ট বিষয়ে ধারা, উপধারা, প্রক্রিয়া, নির্দেশ, নোটিফিকেশন এবং নির্দেশনা জানিয়ে বিবৃতি দেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বাধ্যতামূলক সেনা নিয়োগের এই আইনটি ২০১০ সালে প্রণয়ন করা হয়। কিন্তু এখন পর্যন্ত তা কার্যকর করা হয়নি।
আইন অনুযায়ী, রাষ্ট্রের জরুরি প্রয়োজনে বাধ্যতামূলকভাবে নিয়োগ করা সেনাদের সময়সীমা পাঁচ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। যারা এই সমন উপেক্ষা করবে, তাদেরকে এর পরিবর্তে একই সময়ের কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে।
নয়াশতাব্দী/ডিএ/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ