বর্তমান সময়ে প্রেমপত্র লেখার অভ্যাস হয়তো কারোই নেই। তবে একটা সময় ছিল, যখন ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম ছিল চিঠি। আর চিঠিগুলো সাধারণত নষ্ট বা ফেলে দেওয়া হত না, রাখা হতো যত্নে।
কাজেই অনেকে প্রাক্তনের পাঠানো প্রেমপত্রও জমিয়ে রেখেছেন, এমনও হয়েছে। এসব চিঠি কাউকে স্মৃতিচারণে আন্দোলিত করে আবার কারও ভেতর সৃষ্টি করে রাগ কিংবা ক্ষোভ।
সামনে আসছে ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস। এই উপলক্ষ্যে প্রিয় মানুষকে ভালোবাসা জানানোর ঘটনা তো অহরহ। এজন্য বিভিন্ন কোম্পানি প্রতিবছর উপহারসামগ্রী তৈরিসহ নানা পরিকল্পনা হাতে নেয়। তবে যাদের বিচ্ছেদ হয়েছে তাদের জন্যও মজার মজার কর্মসূচির আয়োজন করেছে পশ্চিমা দেশের বিভিন্ন কোম্পানির। মার্কিন সংবাদমাধ্যম ইউপিআইয়ের এক প্রতিবেদনে এমন মজার এক কর্মসূচির কথা জানা গেল।
‘হু গিভস আ ক্র্যাপ’ নামের একটি টয়লেট টিস্যু কোম্পানি ভালোবাসা দিবস উপলক্ষ্যে অভিনব কর্মসূচির ঘোষণা করেছে। ‘ফ্লাশ ইয়োর এক্স’ নামের এই কর্মসূচির মাধ্যমে ভালোবাসা দিবসে প্রাক্তনদের থেকে পাওয়া পুরনো প্রেমপত্রগুলোকে টয়লেট টিস্যুতে পরিণত করার সুযোগ দিচ্ছে কোম্পানিটি।
সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এ কোম্পানিটি এমন কর্মসূচির কথা জানায়। সেখানে ওয়েবসাইটের ঠিকানায় প্রাক্তনের প্রেমপত্রগুলো পাঠানোর আহ্বান জানানো হয়েছে।
কোম্পানিটি অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তাদের ঠিকানায় প্রেমপত্র আহ্বান করছে। চিঠি গ্রহণের শেষ তারিখ ২৯ ফেব্রুয়ারি।
নয়াশতাব্দী/ডিএ/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ