ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

৭ দিন বরফে আটকে ছিল তিমিগুলো

প্রকাশনার সময়: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৭

জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইডো দ্বীপে ভাসমান বরফের মধ্যে আটকে ছিল অন্তত ১৩টি তিমি। তবে এক সপ্তাহ পর তিমিগুলো সেখান থেকে সরতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জাপানের কর্মকর্তাদের বরাতে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি সপ্তাহের শুরুর দিকে চারিদিকে পানি দ্বারা পরিবেষ্টিত ভূখণ্ড হোক্কাইডো দ্বীপ থেকে প্রায় এক কিলোমিটার দূরে বরফে আটকে পড়ে তিমিগুলো। এক পর্যায়ে আটকে পড়া তিমিগুলোকে উদ্ধার করতে পারছিল না উদ্ধারকারী দল।

এ নিয়ে একটি ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পরে। যাতে দেখা যায়, বরফ থেকে বেরোনোর জন্য এদিক সেদিক ছুটোছুটি করছে তিমিগুলো। ড্রোন থেকে নেওয়া ছবিতে দেখা গেছে, তিমিগুলো শ্বাস নেওয়ার জন্য পানি থেকে মাথা বের করার চেষ্টা করছে। কিছু তিমির চোয়ালে রক্তও দেখা গেছে।

ছবিগুলো দেখার পর দেশটির পরিবেশবাদী সংগঠনগুলো তিমিগুলো উদ্ধারের জন্য জাপান সরকারের কাছে বরফ ভাঙার মেশিন মোতায়েন করার আবেদন করেছিল। পরে দেশটির কর্মকর্তারা জানান, বরফে আটকা পড়া তিমিগুলো সরে যেতে সক্ষম হয়েছে। তাদের ধারণা তিমিগুলো বরফের ফাঁকের মধ্যে তাদের পথ তৈরি করেছে।

নয়াশতাব্দী/ডিএ/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ