ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

স্কুলে বালককে যৌন হেনস্তা, যুবতীর ২০ বছরের জেল 

প্রকাশনার সময়: ১৮ সেপ্টেম্বর ২০২১, ০১:১৭
ফাইল ছবি

স্কুলে নয় বছরের এক বালককে যৌন হেনস্তা করার অভিযোগে ২৭ বছরের এক তরুণীকে বিশ বছরের কারাদণ্ড দিয়েছেন ভারতের হায়দরাবাদের আদালত। অভিযুক্ত ওই তরুণীর বিরুদ্ধে চার বছর আগে পকসো আইনে মামলা করেছিল স্কুল ছাত্রের পরিবার।

গত বৃহস্পতিবার একটি বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত মামলাটিতে ওই তরুণীকে দোষী সাব্যস্ত করে আদেশ দিয়েছেন। আদেশে ওই তরুণীকে ২০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকার অর্থদণ্ড করেছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত ওই তরুণীর বয়স ২৭ বছর। প্রাথমিক বিদ্যালয়ে কেয়ারটেকার চাকরি করতেন তিনি। স্থানীয় ভাষায় একে ‘আয়াম্মা’ বলা হয়। অর্থাৎ যিনি বাচ্চা দেখাশুনা করেন। ২০১৭ সালের ১ ডিসেম্বর সেই আয়াম্মার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেন এক ছাত্রের বাবা। অভিযোগে তিনি জানিয়েছিলেন, তার পুত্রকে নিয়মিত স্কুলে যৌন হেনস্থার শিকার হতে হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, স্কুলের আয়াম্মা ওই ছাত্রকে গোপনে ডেকে আদর করতেন এমনকি ছাত্রের গোপনাঙ্গ স্পর্শও করতেন। ব্যথা পেয়ে ছাত্র প্রতিবাদ জানালে তাকে মারধরও করতেন ওই তরুণী।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ