ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
পাকিস্তান

ভোটের আগের দিন পরপর বিস্ফোরণ, হতাহত ৬৫

প্রকাশনার সময়: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৭ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৯
জোড়া বিস্ফোরণের পরের চিত্র। ছবি- ডন

পাকিস্তানে সাধারণ নির্বাচনের এক দিন আগে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের পিশিন শহরে স্বতন্ত্র প্রার্থীদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পরপর দুটি বিস্ফোরণে কমপক্ষে ২৭ জন নিহত এবং ৩৮ জনের বেশি লোক আহত হয়েছেন।

জিও নিউজ জানিয়েছে, বুধবার (৭ ফেব্রুয়ারি) পরপর চালানো দুটি হামলার প্রথমটি ঘটে পিশিন শহরের আসফান্দ ইয়ার খান কাকার নামে এক স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ের বাইরে। এ হামলায় ঘটা বিস্ফোরণে নিহত হয়েছেন ১৫ জন। আহতের সংখ্যা ৩০ জনের বেশি। তবে এ সময় কাকার তার কার্যালয়ে ছিলেন না।

দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে কিল্লা সাইফুল্লাহ জেলায় অবস্থিত জমিয়ত উলেমা-ই-ইসলাম ফজল (জেইউআই-এফ) কার্যালয়ের বাইরে। এতে অন্তত ১২ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। এবারের নির্বাচনে প্রার্থিতা করা জেইউআই-এফ নেতা মাওলানা আবদুল ওয়াসায় অবশ্য এই হামলা থেকে বেঁচে গেছেন।

জিও নিউজের খবরে বলা হয়, বিস্ফোরণে আহতদের তহসিল হাসপাতাল খানোজইতে নেওয়া হয়েছে। আর মরদেহগুলোও ঘটনাস্থল থেকে স্থানান্তর করা হয়েছে।

হাসপাতালের স্বাস্থ্যসেবা বিভাগের চিকিৎসক হাবিব এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিস্ফোরণে আহতদের মধ্যে বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক।

প্রাদেশিক স্বাস্থ্য সচিব জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনার পর কোয়েটার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। অতিরিক্ত কর্মীদের ডাকা হয়েছে। ট্রমা সেন্টার, সিভিল হাসপাতাল, বিএমসি, বেনজির ও শেখ জায়েদ হাসপাতালে আহতদের চিকিৎসার জন্য ওটি (অপারেশন থিয়েটার) প্রস্তুত করা হয়েছে।

এদিকে এই হামলা ও বিস্ফোরণের ঘটনায় পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) একটি নোটিশ জারি করেছে। একইসঙ্গে বেলুচিস্তানের মুখ্য সচিব ও পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছ থেকে ঘটনার প্রতিবেদন চেয়েছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ