ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

নির্বাচনের আগেই থানায় হামলা, হতাহত ১৬

প্রকাশনার সময়: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৫
ছবি- ডেইলি পাকিস্তান

পাকিস্তানে সাধারণ নির্বাচনের মাত্র তিন দিন আগে একটি থানায় হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৬ জন।

রোববার (৪ ফেব্রুয়ারি) শেষ রাতের দিকে খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলার ওই থানায় হামলার ঘটনা ঘটে।

দেশটির সংবাদ মাধ্যম ডন সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য জানিয়েছে।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোররাত ৩টার দিকে সন্ত্রাসীরা ভারী অস্ত্র নিয়ে তহসিল দারাবনে অবস্থিত ওই থানা লক্ষ্য করে হামলা চালায়। এতে ওই ১৬ পুলিশ সদস্য হতাহত হন। আহত ৬ জনকে ডিএইচকিউ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীরা চারদিক থেকে গ্রেনেড ও ভারী গোলাগুলি নিয়ে থানায় হামলা চালায়। পুলিশও পাল্টা জবাব দেয়, তবে সন্ত্রাসীরা রাতের অন্ধকারে পালিয়ে যেতে সক্ষম হয়।

দেশটির আইন প্রয়োগকারী সংস্থা আরও জানায়, তারা এলাকাটি ঘিরে রেখেছে এবং পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের খুঁজে বের করার জন্য একটি তল্লাশি অভিযান শুরু করেছে। অভিযানে আরও বাহিনী যোগ দেবে বলেও জানানো হয়।

এদিকে, নিহত পুলিশ সদস্যদের জানাজা পুলিশ লাইনসে অনুষ্ঠিত হবে বলেও জানা গেছে।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ