ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

চলন্ত বাসে চালকের হার্ট অ্যাটাক, মৃত্যুর আগে বাঁচালেন যাত্রী

প্রকাশনার সময়: ৩০ জানুয়ারি ২০২৪, ১৯:২২

বাস চালাতে চালাতে হঠাৎ হার্ট অ্যাটাক হয় বাস চালক শেখ আখতারের। মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এরপরও নিজের দায়িত্ব থেকে সরে যাননি বাস চালক। মারা যাওয়ার আগ মুহুর্তে নিরাপদ স্থানে থামিয়ে দেন বাস। এতে প্রাণে বেঁচে যায় বাসে থাকা ৬০ জন যাত্রী।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) ভারতের দক্ষিণ পুর্ব রাজ্য ওড়িশার বালাসোর জেলায় ঘটেছে এ ঘটনা।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, মঙ্গলবার সকালে ওড়িশার পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উদ্দেশে পশ্চিমবঙ্গ থেকে রওনা হয়েছিল বাসটি। বালাসোর জেলায় পৌঁছানোর পর হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন আখতার এবং রাস্তার ধারে বাসটি থামিয়ে দেন। যাত্রী এবং বাসের অন্যান্য কর্মচারীরা তাৎক্ষণিকভাবে চালকের আসনে গিয়ে দেখেন, অচেতন অবস্থায় পড়ে আছেন তিনি।

ওই বাসে থাকা যাত্রী অমিত দাস এনডিটিভিকে বলেন, হঠাৎ করে বাসটি থামার পর আমরা চালকের আসনের সামনে গিয়ে দেখি, তিনি (আখতার) জ্ঞানহীন অবস্থায় পড়ে আছেন। দ্রুত তাকে সেখান থেকে স্থানীয় নীলগিরি উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তারা জানিয়েছেন, আক্রান্ত হওয়ার কয়েক মিনিটের মধ্যেই মারা গিয়েছিলেন তিনি।

পরে অসাধারণ এই দায়িত্বশীল আচরণের জন্য বাসের যাত্রী, পুলিশ এবং স্থানীয় লোকজন ভূয়সী প্রশংসা করেছেন মৃত শেখ আখতারের।

নয়াশতাব্দী/ডিএ/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ