ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তেলআবিবে নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে বিক্ষোভ, গ্রেফতার ৬

প্রকাশনার সময়: ২৮ জানুয়ারি ২০২৪, ১৭:৪৯

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে হাজার হাজার বিক্ষোভকারী।

শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় তেলআবিবের হাবিমা স্কয়ার ও কাপলান স্ট্রিটে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় হাবিমা স্কোয়ার থেকে কাপলান স্ট্রিট পর্যন্ত বন্ধ থাকে যান চলাচল।

বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং নতুন নির্বাচনের দাবিতে বিভিন্ন প্লাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকে।

তবে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং জনশৃঙ্খলা লঙ্ঘন ও পুলিশের ওপর আক্রমণের অভিযোগ তুলে ৬ জনকে গ্রেফতার করা হয়।

একইদিন সন্ধ্যায় তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে হামাসের কাছে জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ করে কয়েকশ ইসরায়েলি। সূত্র: জেরুজালেম পোস্ট

নয়া শতাব্দী/এআই/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ