ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

আর মাত্র ৯০ সেকেন্ড, ধ্বংস হবে গোটা মানবজগত!

প্রকাশনার সময়: ২৮ জানুয়ারি ২০২৪, ১৬:১৮

গোটা পৃথিবী কিংবা মানবজগত; ধ্বংস হতে বাকি আর মাত্র ৯০ সেকেন্ড! আশ্চর্য লাগলেও এমনই তথ্য জানিয়েছেন পরমাণু বিজ্ঞানীরা।

অবশ্য তাদের এই গণনার ৯০ সেকেন্ড বা দেড় মিনিট কিন্তু আমাদের ঘড়ির সাধারণ সময় নয়। বিজ্ঞানীরা এই সময় গণনা করেছেন প্রতীকী ‘ডুমস ডে ঘড়ি’-তে।

পৃথিবী ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে কি না, তা জানতে অনেক বছর ধরেই ব্যবহার হয়ে আসছে এই ‘ডুমস ডে ক্লক’।

ধারণা করা হয়, এই ঘড়ির কাঁটা যখন মধ্যরাতে পৌঁছাবে, অর্থাৎ ১২টার ঘর স্পর্শ করবে, তখনই ধ্বংস হবে পৃথিবী। এই ডুমস-ডে’র কাটা ১২টার ঘর স্পর্শ করতে আর মাত্র ৯০ সেকেন্ড দূরে অবস্থান করছে।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, পরমাণু বিজ্ঞানীরা বলেছিলেন, চলতি বছরের ২৩ জানুয়ারি এ ঘড়ির কাটা ১২টা স্পর্শ করতে পারে। কিন্তু ২৩ তারিখ পেরিয়ে গেলেও এখনও নড়চড় হয়নি ‘ডুমস-ডে’ ঘড়ির কাটার অবস্থানের।

পৃথিবীর শেষ দিনের প্রতীক ধরা হয় ‘ডুমস-ডে ঘড়ি’কে। তবে এই ঘড়ির কাঁটা সবসময় স্থিরই থাকে। নির্দিষ্ট সময় পরপর ঘড়ির কাঁটা ঠিক কতটা পরিমাণে ঘুরবে, তা ঠিক করে দেন পরমাণু বিজ্ঞানীরা।

পৃথিবীতে ঘনিয়ে আসা মানবসৃষ্ট বিপর্যয়, যুদ্ধ-বিগ্রহ, পারমাণবিক বোমা, অস্ত্রশস্ত্র ইত্যাদি বিবেচনা করে এর সময় নির্ধারণ করা হয়। ঘড়িতে যখন ঠিক রাত ১২টা বাজবে, তখনই পৃথিবীতে ভয়ানক বিপর্যয় নেমে আসবে বলে মনে করা হয়। সেই বিপর্যয়ে ধ্বংস হবে সমগ্র পৃথিবী ও মানবজাতি।

নয়াশতাব্দী/ডিএ/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ