ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

ইসলামাবাদ-তেহরান সম্পর্কের উন্নতি, কর্মস্থলে ফিরলেন রাষ্ট্রদূতরা

প্রকাশনার সময়: ২৭ জানুয়ারি ২০২৪, ২০:২৬ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৪, ২২:০৯

অবশেষে পাকিস্তান ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা শেষ হতে চলেছে। সম্পর্কের উন্নতি হওয়ায় ইতোমধ্যে ইসলামাবাদ ও তেহরানে ফিরেছেন দুই দেশের রাষ্ট্রদূত।

শুক্রবার (২৬ জানুয়ারি) পাকিস্তানে নিয়োজিত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোকাদ্দাম তার কূটনৈতিক দায়িত্ব পুনরায় শুরু করতে ইসলামাবাদে ফিরেছেন।

সম্প্রতি দুই দেশের মধ্যে উত্তেজনার পর গত ১৬ জানুয়ারি ইরানের উদ্দেশে ইসলামাবাদ ছাড়েন তিনি।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএতে বলা হয়েছে, ইরানে পাকিস্তানের রাষ্ট্রদূত মুহাম্মদ মুদাসির টিপু শুক্রবার তেহরানে ফিরে গেছেন। এদিকে টিপু সামাজিক মাধ্যম ‘এক্স’ এ একটি পোস্টে বলেছেন, আমি পাকিস্তানের নেতৃত্বের ‘আন্তরিক ও শুভকামনা’ নিয়ে তেহরানে ফিরেছি।

ইরান ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ককে প্রভাবিত করে এমন সমস্যা সমাধানে সাহায্য করতে পারে ইরানি কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে আইআরএনএ বলেছে, দুই দেশ সন্ত্রাস দমনে সহযোগিতা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন রাষ্ট্রদূতরা। ইরান ও পাকিস্তান গত সোমবার এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, তারা শুক্রবারের মধ্যে তাদের রাষ্ট্রদূতদের ফেরত পাঠাবে।

এর আগে, গত মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে স্থানীয় জঙ্গিগোষ্ঠী জইশ আল-আদলের ঘাঁটিতে বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওই হামলায় বেলুচিস্তানে দুই শিশু নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন বলে পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছে। ইরান পাকিস্তানি ভূখণ্ডে কেবল ইরানি সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি জানায়। ইরানের এই হামলার ঘটনায় পাকিস্তানে ক্ষোভের সৃষ্টি হয়।

একদিন পর বৃহস্পতিবার পাকিস্তানের সামরিক বাহিনী ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে হামলা চালায়। পাকিস্তানে ইরানের মঙ্গলবারের হামলার ঘটনায় উভয় দেশের মাঝে কূটনৈতিক সংকটের সূত্রপাত হয়। ইরান থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয় পাকিস্তান। একই সঙ্গে প্রতিবেশী এই দেশটির সাথে উচ্চ পর্যায়ের সব ধরনের সফর স্থগিত করে ইসলামাবাদ।

ইরান-পাকিস্তানের এই সংঘাতে মধ্যপ্রাচ্যে নতুন করে ব্যাপক অস্থিতিশীলতার শঙ্কা তৈরি হয়। তবে উভয় দেশের উচ্চ পর্যায়ের কূটনৈতিক তৎপরতায় এই উত্তেজনা বেশি দূর গড়ায়নি। বরং উভয়পক্ষ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন ও উত্তেজনা নিরসনে দ্রুত পদক্ষেপ নিয়েছে।

নয়াশতাব্দী/ডিএ/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ